পুষ্করেতে বীজ পুঁতেছিল, গাছ হয়েছে বাংলায়
মুখখানা তাঁর বেজায় ব্যাজার, হ্যাংলা ভীষণ বাংলায়।
দুম দাম করে কামান দেগে কবিতায় ফুল ফোঁটায়  
কাকের কা কা বন্ধ করতে টুথপেস্ট গুঁজে দেয়।
কি আর বলবো ভাই গুনের কথায় গড়াগড়ি যায়
হাজার বাতির জ্বালিয়ে আলো অন্ধকার ঘুচায়।


একবার সে দলবল নিয়ে গিয়েছিল পাটনায়
ভেবেছিল সে কবিতা আসরে ছড়াবে রোসনায়।
একে একে কবিরা সেই আসরেতে ঠাই পায়
পরিপূর্ণ আসর দেখে সে চিৎকার জুড়ে দেয় ।
''আমি যে এক বিশাল কবি, আমার আসন কই?'
''কেয়া বাত কেয়া বাত'' শব্দে, সবাই হাতে তালি দেয়।