একটা ছবি বারবার ভেসে ওঠে মানসপটে
যেন আমি আমাকেই দেখছি জাজ্বল্যমান ।
হয়তো এই জন্মে নাকি অন্য কোন জন্মে
হাতে পায়ে শিকল আরো অনেকের সাথে ।
লোকের সমাগম যেন হটাত গজানো অরণ্য
চুল নখ অবলোকন করে চলে নোংরা ইঙ্গিতে।


আমার মালিকের হাতে রশি সে নিলাম ডাকে
কে নেবে কুমারী কিশোরী স্বর্নমুদ্রা বিনিময়ে।
ক্রেতা বড় কৌতুহলী চোখ দিয়ে গিলে খায়
শেষে শরীর ছুঁতে চায় মালিক কিন্তু সাবধানী।
আড়াল থেকে একজন আসে একটু অন্যরকম
স্বর্নমুদ্রায় মালিকানা বদলায় শিকলমুক্ত নয় ।