তবু ও বসন্ত এলো অশান্ত অনন্ত হিমঘরে ।
তুমি কি জেগে আছো , তুমি শুনতে পাচ্ছো ।
মাঝে মাঝে ভাবি যেন বাঁধানো ছবির ফ্রেম ;
কাল ছিলে পরশু ছিলে পূর্ণ হয়ে গেল বছর।
একবার চোখ মেলে দেখবে না ,
                        শুধু একবার চোখ মেলো ।
যে বসন্তে তুমি একান্তে অপেক্ষায় থাকতে
শিমুল পলাশ শুধু নয়, ফুটেছে মাদার ফুল ও
তোমার যে কথা ছিল, পলাশের মালা পড়বে ।
এনেছে অকাতরে সেই বসন্ত,তুমি কেন ঘুমন্ত ?
একবার চোখ মেলে দেখবে না ,
                        শুধু একবার চোখ মেলো ।
যে কৃষ্ণচূড়া যে রাধাচূড়া গত বসন্তে বালিকা ছিল ;
এই বসন্তে ওরা চকিতে হয়েছে নবীনা কিশোরী।
কোরকে কোরকে এখন যে অনেক ফুলের ডাক ।
যে ডাক শুনে মনে হয়ে ওই বুঝি আসে ঋতুরাজ ।
তুমি একবার চোখ মেলে দেখবে না ,
                        শুধু একবার চোখ মেলো ।
এমন বসন্তে এমন অনন্ত ঘুমের দেশে এখনো !
কতদিন হয়ে গেল ওষ্ঠপ্রান্তে কোন কম্পন নেয়;
এলোচুল রোদ্দুরে মেলনি,ময়ুরী নাচ ও দেখিনি ;
আমার যে একান্তে এই বসন্তে অনেক কথা ছিল ।
তোমার হরিণী চোখ মেলোনা, শুধু একবার ।