কি করে পারো
    কাগজের টুকরোর মতন
         দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিতে ।
আমিতো পারিনা কই
     আমি তো বহু যত্নে রেখেছি
           প্রিয় ডায়েরির প্রতি ছত্রে ছত্রে  ।
বলেছিলে থাকবে সাথে
      সাগর যেমন তীরের সাথে
           পাহাড় যেমন বৃষ্টি ধারায় মাতে


কৃষ্ণচূড়ায় পথ রাঙা
      পথের বাউল কি গান গায়?
            আর যেন মন ঘরে থাকেনা ।
লেবুফুলের গন্ধে ব্যাকুল
     বাজলো কি চেনা পায়ের নুপুর?
         উথলে পড়ছে মায়াবিনী জোত্স্না ।
আলোছায়ায় রাত্রী বাড়ে
     ক্লান্ত জোনাকি ঘুমিয়ে পড়ে
         মুখ ঢাকে চাঁদ দিয়ে মেঘ-ওড়না  ।


কেন যে আমি ঠায় বসে
      নিরালা একলা রাস্তা দেখি  
          সেকি এসে ফিরে গেছে বনে ?
আকাশ বলেছে জানিনা
      রাত গভীরে সময় কিছু জানেনা
           সে আসবে এখনি শুধু মন জানে !