শুধু তোমার জন্য আকাশটা নীল ঘাসের রঙ সবুজ
তোমায় দেখে পদ্ম ফোটে জলে ওরা যে বড়ই অবুঝ ।
নীল সাগর ছুঁয়ে ছুঁয়ে গল্প বলে হাজার সাতকাহন ;
আর আমি তখন নিজেকে করেছি উন্মুক্ত বাতায়ন ।
ভোর সকালে জাগিয়ে যায় উড়াল বলাকা সারি;
স্নিগ্ধ শিশির ভাবে এপথে যেন পড়ে চরণ তারই ।  
অভিমানে ঝরিয়ে দিয়েছে সুবাসিত বকুল শতশত ;
আমি দুচোখ ভরে দেখব কিছুইতো নেই দেবার মতো।


কোথা থেকে হঠাৎ করে এলো কারা কালো মেঘের দল ;
ছিনিয়ে নিতে চায় ওরা  হা'হা রবে জ্বেলে জলন্ত মশাল।
মুষলধারে বৃষ্টিধারায় তাঁর পায়েতে আলতা ধুয়ে যায় ;
জীবন থাকতে চোখের সামনে সে হরণ কি করে হয় ?
অসম এক লড়াই শুরু, জান যদি যায় বাঁচুক তবে মান
উথাল পাথাল সাগর নগর, অনেক রক্তক্ষয়ে বাঁচে সম্মান।
তুমি এখন পাহাড় মুকুট পড়ে আঁচল ভেজাও নীলাচলে ;
আমি তখন বিজয় মোতির মালা হয়ে দুলব তোমার গলে ।