প্রশ্ন - আমাকে নাকি কবিতাকে ?
উত্তর - কবিতা আর সাথে তুমি ।
সরবে - ঝরিয়ে দিলে চোখে একরাশ আগুন ।
নীরবে - ঝরে গেল বুকের ভিতরে রজনীগন্ধা
সামনে - ছিল উজ্জ্বল আলোর ঝিলমিল সরণীর বাঁক।
পিছনে - উদাসী ছেলেটা গান বাঁধে বাউলের সুরে সুরে।
তুমি - অন্যের হাত ধরে চলে গেলে বহুদূরে সমুদ্রস্নানে ।
আমি - বালুকাবেলায় আজো লিখি কবিতায় সেই নাম ।
একদিন - সুনামি ঝড় শেষে দৃশ্যমান সেই তুমি ;
সেইদিন - মন মরুভূমি নিমেষে মরুদ্যান। ফুটেছে অর্কিড ;
তোমার - রক্তাক্ত হৃদয় কন্টকময়,একটাও গোলাপ ফোটেনি ।
তুমি সেই - ফিরে এসেছ রিক্ত হয়ে, জানতাম ফিরতে হবেই ,
           কবিতায় বিকশিত রক্তগোলাপ, শুধু তোমার জন্য ।
           এবার আমায় তুমি গ্রহণ করে এ জীবন ধন্য করো ।