যখন একা থাকি
তখন খুব অসহায় লাগে তোমার কথা ভাবি ।
যখন পাশে পাই  
তখন আমি কিন্তু বেশ সাহসী ।


চাইলেই তোমাকে চাঁদ এনে দিতে পারি ।
মুখ ফুটে বললেই তুলে আনি স্বর্গের পারিজাত ।
কোনো নায়কের মতন শত্রু শায়েস্তা করি ।
এমন কি মনের কথাও বুঝে নিতে পারি ।


দেশলাই কাঠি ছাড়াই  
ইচ্ছার ঘরে এক এক করে আলো জ্বেলে দিই ।
যখন একা থাকি, তখন শূন্য থাকি ।
পাশে থাকলেই পূর্ণ থাকি ।