ময়নামতির পথের ধরে দেখা হবার কথা ছিল ।
চোখের ইশারায় দেখি টেলিগ্রাফের তারে
একটা দোয়েল বসে একাই দুলছিল ।
কোথা থেকে এক হলদে কালো পাখি এসে
তাকে উড়িয়ে নিয়ে গেল বাঁশবাগানের ঝোপে ।


খাঁচার ভিতর ময়না শুধু ছটফট করে গেল।
আমার কিচ্ছু করার ছিলনা ।


একসাথে বাঁশের সাঁকো পেড়িয়ে যাবার কথা ছিল।
জোনাকি মনে আলো ঝিকমিকিয়ে উঠেছিল ।
ভালবাসার হরিণী চোখে ইতস্তত চাঞ্চল্য
কোথা থেকে হলদে কালো বনের পশু
দাঁত আর নখের পাঞ্জাতে পেশিশক্তি দেখায় ।


মৃগনাভিকস্তুরি আমার কোথায় হারিয়ে গেল ।
আমার কিচ্ছু করার ছিলনা ।