শ্যেনদৃষ্টিতে আমার শরীরে ক্ষত
     জানি তুমি বুঝতে পারবেনা ।
প্রতি রোমকূপ থেকে বার্তা ছুটছে
     দৃষ্টিতে তা ধরা পড়বেনা ।
মগজে অপরাধ বোধের হরতাল
     চাক্কা বন্ধ, জানতে পারবেনা ।
দগদগে হৃদয়ে নিমেষে রক্তশুন্যতা
     কিচ্ছু বলার অপেক্ষা রাখেনা ।
পাঁজরের হাড় ধুলোর মত ক্ষয়ে যাচ্ছে
     নিজেকে ধরে রাখতে পারছিনা ।
পায়ের নিচে মৃত্যুফাঁদ চোরাবালি
     ডুবে যাচ্ছি বাঁচতে পারবনা ।
ধারালো করাতে মৃত্যুহীন যন্ত্রণা
     এই পৃথিবী যেন আমার না ।
ক্রমশঃ হারাচ্ছি অনু পরমানুতে
     তবে কি আর মিলন হবেনা ?
প্রিয়, তোমার ক্ষমার মৃত সঞ্জীবনীতে
     আপন করে নিতে পারো না !