যে মানুষ জেগে থাকে
যে মানুষ স্বপ্ন দেখে ।
যে মানুষ জাগতে বলে
যে মানুষ সঙ্গে চলে ।
সে মানুষ হারিয়ে গেলেও জেগে থাকে মনন জাগরনে
সে মানুষ পাশেই থাকে নিত্য সাথী হয়ে মনে প্রাণে  ।


ত্র্যহস্পর্শে সব যে কালো
দিন কাল নয়তো ভালো ।
অশনি আজ দেখাচ্ছে ভয়
এখন জেগে থাকার সময়।
সে মানুষ বলছে এখন তৈরি থেকো যুদ্ধ'যে সামনে।
সে মানুষ পাশেই থাকে নিত্য সাথী হয়ে মনে প্রাণে  ।


যা বুঝেছি তার ভাষাতে
যে দেখেছি তার দেখাতে ।
এই আকাশ বাতাস মানুষ
কত যন্ত্রণাতে কাটায় বারমাস ।
সে মানুষ বলছে এসো অস্ত্র শানাও দ্রোহের গানে গানে  
সে মানুষ পাশেই থাকে নিত্য সাথী হয়ে মনে প্রাণে  ।