আকাশের তারায় মুখ খুঁজি
বুকের ভিতর আকুলি বিকুলি;
শহরে ধোঁয়ার অস্পস্ট আলোতে
ছাদ থেকে আকাশের পানে
হাত বাড়িয়ে খুঁজলাম কত !
তোমাকে তো সেখানে দেখিনি


তবে কি নতুন তারার জন্ম হয়নি ।
সবাই যে বলে থাকে আপনজনের
মৃত্যুতে নাকি নতুন তারার জন্ম হয় ?
বুকের ভিতর স্মৃতির আলো জ্বেলে
দুচোখ বুঁজে গভীর স্মরণেতে দেখি  
ঠিক যেন জেরক্স মেশিন থেকে উদ্ভূত
একরাশ মায়ের মুখের কতনা রূপ !
হাসি কান্না ঘুম নির্ঘুমের প্রতিচ্ছবি
জাগনা প্রদীপ কে যেন উস্কে দেয়,
তখন ঘর ভর্তি এক আশ্চর্য আলো।