সবিতা
ঘুমোলো ।
ঘুম হারিয়ে
জেগে আছি ।
বসন্ত আবার এলো
কিন্ত সেতো এলোনা ।
কৃষ্ণচূড়া পলাশ শিমুল জাগলো,
সে ঘুমালো আরতো জাগলোনা ।
প্রতিবেশীর জমিতে রোদ্দুর জেগেছিল;
সে কাঁটাতার পেড়িয়ে সেখানে যায়নি ।
জন্মভূমি মায়ের কোলে কঠিন নিরাপত্তায় ছিল !
বজ্রআঁটুনি ফস্কা গেরো,নিশ্ছিদ্র নিরাপত্তা ছিলনা !
জবাব চেয়ে লজ্জা দেবনা,মায়ের কোল খালি হলো।
জনগণকে বোঝানো হোল,যে দেশের কোন দোষ ছিলনা ।
কর্মকর্তারা দূরদৃষ্টিসম্পন্ন মানুষ ওরা ভবিষ্যত দেখতে পারে ।
মায়ের শুন্য দৃষ্টিতে তাঁর জীবন্ত সন্তানকে আনতে পারেন না ।
আসুক বসন্ত ফুলেরা ফুটুক
আমার দুয়ার বন্ধ থাকুক ।
কুজনে কোকিল কুহু ডাকুক
শুন্য বুকে স্মৃতিরা জাগুক ।