মাগো ফিরে এসেছি, ছিল যত বন্ধন করেছি ছিন্ন;
সাড়া দাও কেমন আছো? আজ কেন ঘর শুন্য।
ওরা ছুটি দিতে চায়নি,তাইতো ওদের ছুটি দিয়েছি;
থাকব স্নিগ্ধ আঁচলতলে, আর ফিরবনা বলেছি।
চেয়েছিলে না!মানুষের মতন মানুষ করে গড়তে!
শিক্ষার চূড়ান্ত শিখরে যেন পারি আসীন হতে।
তাইতো ওরা আমায় অনেক চন্দ্রমূল্যে কিনেছে;
তোমার সাথে তাই আমার দুরত্ব ক্রমশঃ বেড়েছে ।
কেড়েছে আকাশ, সবুজ ঘাস ভুঁইচাঁপা শিউলি দিন,
কাশের দোলা বকুল গন্ধ, দীর্ঘপথ চাওয়া দিন।
রুপোলী জোত্স্নায় স্নান, হলুদবসন্তের চকিত চাহনি;
সব করেছি অবহেলা; মাগো এতটা হবে ভাবিনি।
মা অভিমানে ফিরে গেছো, প্রদীপ জ্বলে শুন্য ঘরে
‘আছিরে বাছা,হৃদয় আলোতে ফিরব নতুন শরীরে।‘