ঝড় চলে গেছে।
চ্যালেঞ্জ করে সৈকতকে দিয়ে গেছে লাল রং।
অহংকারে বলে গেছে পারলে বেঁচে দেখাস।
সৈকতরা বসে থাকেনি, বসে থাকছে না।
দৃপ্ত শপথে সৈকতরা উঠে দাঁড়িয়েছে
বাঁচার জন্য লড়াই করতে।


ধ্বংসস্তূপে যে হাতটা উঠে দাঁড়িয়েছে,
ইশারায় বলছে আমায় বাঁচাও।
সৈকতেরা উষ্ণ হাত বাড়িয়ে দিয়েছে।
ঈশ্বরের ধ্বজা উড়ে গেছে কোন গহনে।
ঈশ্বর তা নিজেই জানেনা।
কিন্তূ ভূলুণ্ঠিত বৃক্ষী জানে ।
তার সন্তানদের কি করে বাঁচাতে হবে।
তাই অনু শিকড়ে রসদ রাখে পরম আদরে।
শেষ কিশলয় শেষ ফলটি ও যেন পুষ্টি পায়।


ঝড় শুধু মৃত্যু আর ধ্বংস দিতে পারে।
সৈকতরা জীবন যৌবন বাজী রেখে,
এনে দিতে পারে জীবন, আলো আর গান।
তাই ঝড় কে বলি তুমি হারবেই বারবার।
ওরা লাল পতাকা উড়িয়ে জীবন আনবে প্রতিবার।