আজ অবসর ।
কাল থেকে থাকবেনা আর কোনো তাড়াহুড়ো ।
সময়ে আসা সময়ে বাসায় ফিরে যাওয়া ।
না আর চোখ রাঙানি দেখতে হবে না ।
মেঘেরা ছুটি পেলে যেমন নিশ্চিন্তে করে ভ্রমন ।
আজ থেকে আমার ও তাই ।
তবু কি যেন ফেলে রেখে যাচ্ছি !
অনেক দিন হয়ে গেল ।
পাল্টেছে অনেক কিছু আমিও পাল্টেছি  ।
নিজেকে প্রতিনিয়ত পাল্টাতে পাল্টাতে মনে হয়েছে
       আমি কি একটা প্রজাপতি না গিরগিটি ।
আজ অবসর ।
হিসাবের দিনলিপি সামনে রেখে দেখি
সমান্তরাল একটা রেখা কিছুই পায়নি কিছু দিইনি ।
অনেকটা পরগাছার মতো রয়ে গেছিলাম ।
সময় এসেছে ধীর পায়ে ফিরে যাচ্ছি নিজবাসায় ।
তোমরা ভালো থেকো যারা রয়ে গেলে ।
কেউ না কেউ এসে পূরণ করবে শুন্যস্থান ।
শৈবালদামের মতো আবার যে যেখানে দাঁড়িয়েছিল ।
সে সেখানেই থাকবে দাঁড়িয়ে ।      
কয়েকটা দিন হয়তো মনে পড়বে
অভ্যাসবশে ডাকবে, সাড়া দিতে আমি থাকব না ।
যে হাসিটা হাসছি জানবে এটা নকল হাসি
বুকের ভিতর কিন্ত অশান্ত দিনের ঘূর্ণিঝড় ।
দেখা হবে কোনো না কোনদিন অন্য পথের বাঁকে ।