সময় কাউকেই ছাড়েনা।
একটু একটু করে নিজে ক্ষয় হয় ।
এই পৃথিবীর জড় জীবকে ক্ষয় করে যায় ।


মিথ্যে প্রতিশ্রুতি যারা দেয়
তার অন্তর্নিহিত ভাব কেউ না জানলেও
সময় জানে, সব খবর খাতায় থাকে লিপিবদ্ধ ।


সময় যেমন দুহাত ভরে দেয়
আবার ফিরিয়ে ও নেয় নিষ্ঠুরভাবে ।
একহাতে তার সৃষ্টি অন্যহাতে থাকে লয় ।


সময়ের কাছে আমরা সবাই দাস।
তার কাছে নেই কোন জাত ধর্মের বিভেদ ।
সে নিজের নিয়মেই করে ধংস করে যায় সৃষ্টি ।