সম্পর্ক এখন জল না থাকা এমন একটা নদীর নাম
সাদা রকমফের নুড়িতে সাজানো
           যেন কাফনে ঢাকা লাশ ।
সরু সুতোর মত বয়ে চলেছে নিরব শ্মশানযাত্রী।


বাজ পড়া গাছটার মতন একটা সম্পর্ক সটান দাঁড়িয়ে
না কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই
           আছে শুধু চক্ষুলজ্জার ক্রিয়াকলাপ।
ফুরিয়ে গেলে যে যার মতন। নিজের মতন শামুকের খোলে ।


ফ্লেক্সে হাসি মুখ দেখিয়ে বেঁচে থাকে কিছু সম্পর্ক
তিনি খুব মানবিক, তিনিই সমাজের মুখ
           তিনিই একমাত্র জনগণের আদর্শ ।
মূল্যবোধের ক্লাশ নেবেন, অথচ হাসির আড়ালে সর্বগ্রাসী খুদা।


আকাশ হয়েছে মেঘের পিওন
পাহাড় দিয়েছে জলের ছাড়পত্র
বাজ পড়া গাছেই বিজপত্রে সূর্যকিরণ
মানুষ মুখোশের আবডাল ছিঁড়ে ফেলছে
শুনছি মানুষের জয়ের গানে শিকল ভাঙ্গা সুর
সম্পর্ক আবার যে যার মত সপ্তডিঙায় ভিড়ছে তীরে ।