একটা পেন্সিল স্কেচে ছবি তখন সম্পূর্ণ হয়নি ।
অনাবৃত  অবয়বে পূর্ণযৌবনা সে এক নারী ...
চলে যায় সে নীল সমুদ্রস্নানে সামনে বেলাভূমি ;
এলোচুল কটিতটে হারিয়ে গিয়েছে পথ ভুলে ...
মুখখানি যেন সবে ফিরিয়েছে পিছনের দিকে ।
উন্নত উদগ্রীব চঞ্চলা বক্ষযুগল কিভাবে বিভোর!
চোখে আর মুখে যেন তার একরাশ জিজ্ঞাসা?
বলতে না বলতেই সে চোখে যেন পলক পড়ল!
ওষ্ঠ যুগল ওঠা নামা করছে কি যেন বলতে চায়!
ভারি বিস্ময় ! এমনও হয়? চিত্র বুঝি কথা বলে?
কান পেতে শুনি ক্ষীণ স্বরে সেই ছবি বলে ওঠে-
আমি অনাবৃতা,আমাকে নীল বসনে সাজিয়ে দাও;
হাতে গলায় কর্ণে পড়িয়ে দিও ঝিনুকের মালা ;
ওষ্ঠ রাঙ্গিয়ে দিও ভোরের সূর্য ওঠা লাল রঙে ;
তুমিও এসো ছবিঘরে দুজনেই যাব সমুদ্রস্নানে ।