বলেছিলাম আর ফিরবনা কোনদিন সমুখে
তবু এসে যাও শয়নে স্বপনে জাগরনে ,
নদীর পাড়ে হেলে যাওয়া বটগাছ শুধালো
তোমার নন্দিনী, সাথে নেই কেন?
জবাব দিতে পারিনি সেখান থেকে পালিয়েছি।
বাতাবি লেবু গাছের তলে যেতেই
আধফোটা ফুলের সুগন্ধ বলে উঠলো
একি! আজ তুমি একা এসেছ কেন?
সে সে কোথায় ? তোমার নন্দিনী!
         কি দেব জবাব ?
পালাতে গিয়ে পালাতে পারলাম না ।
অন্ধকার চেরা আলোর জোনাকিরা বলল-
এখুনি পূর্ণচন্দ্র দেখা দেবে, নন্দিনী কই ?
শরীরের ভিতর প্রশ্নগুলো পাক দিতে দিতে
ঠিক গলায় দলা পাকিয়ে প্রতিবাদ করে -
ছি ছি পুরুষ! প্রেমের মর্যাদা এই দিলে ?
কেন ? কেন? তাঁকে যেতে দিলে ?
    বলতে আর পারলাম কোথায় !
তাইতো খাঁচা ভেঙে তাঁকে মুক্তি দিলাম
সোনার তৈরি খাঁচায় সে ভালই থাকবে।