কি মনে হতেই পিছন ফিরতেই দেখি
সেই মেয়েটিও পিছন ফিরে চেয়ে আছে;
কিছু বলা আর না বলার সাতসতেরো চিন্তায়
বিদ্যুত বেগে ছুটে আসছে অফিস বাসটা!
নির্ঘাত মৃত্যুকে মুখোমুখি দেখতে পেলাম
রাজধানীর গতিতে ঊড়ে গেলাম কাছে ;
এক ঝটকায় তাকে কাছে টেনে নিলাম,
চারদিকে একটা শোরগোল ‘গেল গেল’;
বুকের ভিতর তখন হাতুড়ি দ্রাম দ্রাম
ভীষণ আতঙ্কে মেয়েটির দুচোখ বন্ধ;
জলের বোতল কে যেন এগিয়ে দেয়
জল ঝাপটায় মেয়ে অল্প চোখ মেলে;
ভিড়ের ভিতরে শব্দবানেরা জ্যা মুক্ত
উনি কি আপনার পরিচিত নাকি?
অনিকেতের কান মাথায় তখন জ্যতুগৃহ
সর্বশক্তি একত্রিত করে মেঘগর্জনে বলে-  
উনিই আমার নন্দিনী, বিশেষ পরিচিত!
আপনাদের আর কোনো জিজ্ঞাসা আছে ?
পলকে ভিড় অপসারিত,মেয়ে উঠে দাঁড়ায়,
অনিকেত, তুমি আমাকে চিনলে কি করে?
সময় পেরিয়ে যায় প্রশ্নেরা উত্তর খুঁজে ফেরে
রাজপথে নিয়নের আলোগুলো জ্বলে উঠলো।