ভোরের
আলো ফুটতেই
কাকের কর্কশ ডাক।
কানে মানুষের অস্ফুট ধ্বনি;
ক্রমশ বাড়ছে যেন সমুদ্র গর্জন ;
অসহ্য,জানলা বন্ধ করতে গিয়ে দেখি ;
রেশন দোকানে জিপ, সর্পিল লাইন নড়ে ওঠে ।
রাতে প্রথম লাইন দেওয়া লোকটা মুখ থুবড়ে পড়ে।
পরানপাখি আছে কি নেই! দেখা দিয়েছে এক গভীর সংকট ;
সাইরেনে বাজিয়ে সে চলে গেল,পড়ে থাকলো তাঁর রেশন কার্ড ।