সপ্তমী বলেছিল আসবে
আগমনী গান শুনিয়ে যাবে ।
আমি তখন খুব ছোট আমায় দেখে বলেছিল।
ঠাকুর বড় হও, আসব গান শোনাব কথা দিলাম।
লক্ষ্মীর ভাঁড়ে পয়সা জমিয়ে গেছি বহুদিন,
একদিন খবর হোল পয়সা গুলো আর চলবে না।
হাতের ভাঁড় মাটিতে ফেলে ভাঙলাম ।
সপ্তমীর হাসির মতন ঝম ঝন করে উঠলো।
পয়সাগুলো পুতে দিলাম পুকুর ধারে ।


অনেক দিন পর পুকুর ধারে গিয়ে দেখি ।
ঝাঁকে ঝাঁকে ফুটে আছে কাশ ফুল।
পট বদলে গেল দেখি সপ্তমী হাসছে,
আর দুলে দুলে আগমনী গান করছে।
        ঠিক তখনি মনে হোল,
ও যেন বলছে তুমি বড় হয়ে গেছ ঠাকুর
কেন মনে হোল জানিনা ।
আমি কি এখন বড় হয়েছি
          সত্যি অনেক বড় হয়েছি!