সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী এই বিশ্বের বুকে,
শত আলোর শত অগ্নিশিখা তোমায় ঘিরে থাকে।
শৃঙ্খলিতা বঙ্গমাতা দুঃসময়ে তোমায় পেয়েছে,
রবির কিরণে তোমার দুচোখে স্বপ্ন এঁকেছে।


আগুনদিনে সিংহরবে যেই গর্জে উঠেছ তুমি;
প্রান ভয়ে শৃগালেরা ছত্রভঙ্গ হয়েছে বিপথগামী।
ধ্বনিত সেই শেষ বারতা মাটিতে আকাশে বাতাসে
বজ্রঘোষণা আমরা স্বাধীন তাই রোমাঞ্চ প্রতি ঘাসে;
বুকের ভিতরে তুফান তুলে প্রতিরোধ গড়ে বাংলা;
যুদ্ধ ঝড়ে দখলদার শেষে ছেড়ে দিতে হয় বাংলা ।


তোমার একচোখেতে জল ছিল, অন্যচোখে ঝরে আগুন
কত প্রান দিয়ে দেশ স্বাধীন, বুকের ভিতরে রক্তক্ষরণ;
তোমার স্বপ্নে ফুল ফোটে পাখীরা গায় দেশ জাগে
পতপত করে বাতাসে উড়ে বিজয়-পতাকা রক্তরাগে ।।



" মুজিব শতবর্ষ "