কবে তুমি তোমার সত্য স্বরূপ দেখাবে
কবে তুমি সত্যের পক্ষ সিংহরবে গর্জাবে ;
কবে তুমি শোষণের হয়ে সওয়াল করবে
কবে তুমি ধর্মের ধ্বজা বাতাসে উড়াবে ।

সৃষ্টির আদি অনন্তে তুমি ছিলে বিদ্যমান
গাছ ফল ফুল নদী পাহাড় জঙ্গল রূপে ;
তোমার মহিমাতে মুগ্ধ হয়ে পূজন করেছি ,
মাঠভরা ফসলের ঘ্রাণ নিয়ে আশ্চর্য হয়েছি ।


রামায়ন মহাভারত যুগে যুদ্ধই হল শেষকথা
একটা রাম একটা কৃষ্ণ যুদ্ধ ঠেকাতে অক্ষম
দিনে দিনে আর্য্ অনার্য লড়াই চলতেই থাকে
কখনো অন্তরে কখনো বাহিরে তার প্রকাশ ।


এখনও সেই ধ্বজাধারীদের রক্ত চক্ষু-রাঙানি
বুকের গভীরে যুগের ভয় চমকে চমকে ওঠে;
কারোর হাতে ত্রিশূল কারোর হতে তরবারী
রক্তনদী পেড়িয়ে ওপারে নাকি সুখ-সাম্রাজ্য ।


কেন এমন ভেদ-বিভেদ কেন এত বাদানুবাদ?
তোমার প্রতি বিশ্বাসের মর্যাদা কেন পাইনা ?
আর কত ঠকাবে ঐসব ঠক ধ্বজাধারীর দল?
দরবার করতে মাটিতে নামো জনতার দরবারে।