যদি অনেকটা কাঁদতে পারতাম কি হত জানিনা তবে
যদি অনেকটা হাঁটতে পারতাম কি হত জানিনা তবে...
যদি অনেকটা বলতে পারতাম কি হত জানিনা তবে
যদি অনেকটা ভালো বাসতাম কি হত জানিনা তবে...


তবে হয়তো মরুভুমি মরুদ্যান হয়ে যেত
তবে হয়তো আমরা মিশরের নীলনদে ভেসে যেতাম
তবে হয়তো লেখা হয়ে যেত পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমকাব্য
তবে হয়তো ভালবাসার আর একটা তাজমহল বিশ্ববাসী দেখত।


কিন্ত সবই একটা দীর্ঘশ্বাসে হারিয়ে যায়
দুপুরের ক্লান্ত ঘূর্ণি বাতাসে খড়কুটোর মতন ঘুরে মরে
না রাত না দিনের মতন একটা অলসতায় গুমরে কাঁদে
না বাঁচা না মরা অজগরের মতন সময়কে সহ্য করে।



* সবটুকু সুবাস কবি মার্শাল ইফতেকার আহমেদ-এর সৌজন্যে উৎসর্গীকৃত ।