শুধু মৃত্যু নয় , শুধু ধ্বংস নয়
শুধু প্রাণ উজার করা শশ্মান নয়
শুধু একের থেকে অন্যকে দূরে রেখে নয়
প্রাণের সাথে প্রাণ যেখানে মিলে যেতে চায়;
সেখানে কে তুমি অদৃশ্যে কালো আলখেল্লায়
বিশ্বমানবের কাছে মৃত্যুরূপে দাঁড়িয়ে ঠাই?


সৃষ্টি আর ধ্বংসে বরাবর দ্বিধা দ্বন্দ
সৃষ্টি এনে দেয় প্রাণে ঢেউ জাগানো আনন্দ
ধ্বংস সেখানে সেই আনন্দ করে নিরানন্দ
মৃত্যুও বলে আমি ও তো পাই প্রলয়ে আনন্দ;
জানি, মৃত্যুই শেষ কথা নয়, সৃষ্টিই যে আদি অনন্ত
তাই সৃষ্টি বলে - আমার কাছে বিরাজমান সদানন্দ।