খুঁজে পেতে সুখ খুঁজি সেই ভোর সকাল থেকে
সুখের দেখা পেলাম সুখের সাথে অসুখ এল।
সুখ কে যদি বুকে রাখি অসুখটা ধরে বায়না
নাওনা কোলে তুলে দুপায়েতে কেন ঠেলো?


সুখ বলে নাওনা খেয়ে মণ্ডা মিঠাই হাঁড়ি হাঁড়ি
অসুখ বলে খেওনা শরীরে চিনির মাত্রা বেশি ।
ছোট্ট বেলার ভাবনা চাকরিটা পেলে রোজ খাব
ডাক্তার বলে রেডমিট উহু অল্পেতে হও খুশি ।


ইচ্ছা করে সুখের হাতে জীবনটাকে দিলাম ছেড়ে
ভোগ সাগরে ভাসতে থাকি জগতটাকে ভুলে ।
চৈত্রমাস নাকি সর্বনাশ বোশেখ ঝড়ের মতো
দুর্দার বেগে অসুখ এসে দিল সে কানটা মূলে ।


অসুখ বলে বলেছিলাম বারে বারে সাতসকালে
কম খাও বেশি খাও, আবার বেশি খাও কম খাও।
নইলে কপালে কষ্ট অনেক গরিবের কথা খাঁটি
লক্ষ্মণরেখা এঁকে নিয়ে আজ নিজেকে শুধরে নাও ।