ইচ্ছাটাকে বাড়তে দিলাম ঠিক প্রজাপতির মতন।
ইচ্ছার সাথে পাল্লা দিয়ে উড়ছে যখন সুজন মন।
সব্বার অলক্ষে বাড়ি থেকে তখন বেড়িয়ে পড়তে হয়।
মনের মানুষ সেজন তাঁর জন্য ভাবনা ভাবতে হয়।
চোখের নিমেষে কেমন যেন বছর ঘুরে গেল।
মনে হয় এইতো সেদিন বিয়ের সানাই বেজেছিল।
তারপরেতে শুভদৃষ্টি মালাবদল সিন্দুর খেলা হোল
লজ্জায় রাঙা বঁধু আমি লজ্জাবস্ত্রে মুখটা আড়াল হোল।


আজ যেন তাঁর জন্য ইচ্ছা হয়েছে বুকের মাঝে নদী
কিযে করি একলা ভাবি তাঁর জন্য কিচ্ছু করি যদি।
পায়ে পায়ে গোলপার্কে ছুটে গিয়ে নিয়েছি তাঁর জন্য
রাবড়ি আর গোলাপতোড়া খুঁজে খুঁজে সেরা অনন্য।
গঙ্গাজলে গঙ্গাপূজা নয়, সেযে আমার নিজের ছোট্ট সঞ্চয়;
তাঁরে সঁপেই পরমশান্তি। সেই সুখস্মৃতি আজো স্মরণ হয়।