নিরাপত্তার ঘেরাটোপে থাকো, তাইতো
বুঝবেনা নিরাপত্তাহীনতা ঠিক কাকে বলে !
  প্রতিমুহুর্তে শরীরে বিদ্যুত খেলতে থাকে।
   যেন দোদুল্যমান পৃথী অনাসৃষ্টির অপেক্ষায়।
    জানতে, তোমার ক্ষমতার অপব্যয় হবেই হবে ।
তাইতো তোমার বরাভয়ে কিটের বারবারন্ত ।
আঁচলতলে অনায়াসে লুকিয়ে আশ্রয় নিয়ে নেই;
  বিস্ফারিত চক্ষে বাহুবলীর অহেতুক আস্ফালন ।
   অঙ্গভঙ্গিতে তোমারি প্রতিচ্ছবি অবিকল ফুটে ওঠে।
    নকল শাসনে জনগণকে আবার বোকা বানানোর খেলা।
নির্ভীকতার দাম দিতে হয় ঘরের মা বোনকে
সাহসিকতার পুরস্কার শ্বেতপাথরের শহীদ বেদী
  সত্যকথা বড় অপ্রাসঙ্গিক বিনাবাক্যে ব্যয়ে বনবাস ।
   মাথা নত করে চলায় যে অনেক অনেক প্রাপ্তি ঘটে ।
    তবু,কাঁটার পথেই রক্তাক্ত হই। ইচ্ছা একটা সূর্যসকাল।