আমার হৃদয়াকাশ ভাগ করেছ, ভাগ করেছ মাটি
তারকাঁটাতে হাত কেটেছে, ভিজেছে রক্তে মাটি ।
বাড়ি আমার এই পারেতে ওই পারেতে রান্নাঘর,
ছিল যারা বড় আপন,নিমেষে তারা হয়েছে পর ।
দিতো পৌষপরবে খেজুর রস, দুগ্গাপূজায় পদ্মকুঁড়ি
ভাদ্রমাসে পাকাতাল আর কতকি বেতের বোনা ঝুরি ;
দুই পাড়াতে খেলাধুলা, উত্সবে মাতি নানান সাজে  
বান বন্যায় কোমর বেঁধে,একসাথে হাত লাগাই কাজে ;


কিযে হলো গোল টেবিলে, কলম খোঁচায় দিলো লিখে,
আমার দেশ এইতো ছিলে, পরদেশ হলো এক পলকে ;
ওইযে পাখি ওইযে বাতাস, ওইযে স্রোতস্বিনী আর আকাশ
ওরাতো দিব্যি বাঁচে, কেন বুকে এক সমুদ্দুর হাহুতাশ ?
এমন আমরা চাইনিতো, হয়ে সূর্য কিরণে প্রজ্জলিত ;
আনব ছিনিয়ে স্বদেশ,স্বাধীনতায় হবো যে উদ্ভাসিত ।