স্বাধীন আমার দেশ স্বাধীন ভাবনা চিন্তা
মেতে ওঠো, মনে রেখে উৎসবেরই দিনটা ।


কান্না জমিয়ে রাখো ভুখা পেটে থাকো
লুকিয়ে রাখো ক্ষত, অভাব আছে যত ।
গান গাও অবিরত, জনগন আছো যত
গান গাও অবিরত, আসছে আচ্ছে দিনটা।


মহাজ্ঞানী মহাজন আদেশ করেছে দান
দেশের জন্য প্রাণ অকাতরে দাও দান।


সামনে পিছনে মৃত্যুভয় প্রাণ করে যায় যায়
ভিক্ষা অন্ন ঝুলিতে তায় খিদে কি শান্তি পায় ?
বিশ্বজুড়ে প্রতিধ্বনি এ দেশ নাকি শিখর চুড়ায়
কুলকিনারা ভেবে না পাই,সত্যমিথ্যা কোনটা?