আজ সে আসেনি, জানতাম আসবেনা
সে নিজেই নিজেকে দিয়েছে স্বেচ্ছা নির্বাসন ।
বাতাসের ছোঁয়া লাগেনি খোলা চুলে...
তার শরীরেও লাগেনি আদি অন্তে রবির কিরণ...


সারাক্ষণ ধরে সাদাপাতায় শুধু হিজিবিজি ।
বুঝি বিদ্রোহ করতে, হাতের কলমও থামে ।  
কালির বদলে হয়তো আগুন ছড়াবে ।
বার বার চশমায় ঝাপসা কুয়াশা নামে ...


চোখের গহ্বরে একরাশ শুন্যতা ঝুলছে
গানের কলি এলেমেলো পথে চলছে ।
পথের ধুলোতে কার রেখে যাওয়া পদচিন্হ
ধীরে ধীরে নদীর ধারে সন্ধ্যা নেমে আসছে...


কবিতার কাগজগুলো একটা একটা করে
ভাসিয়ে দিতে থাকি নদীর জলধারায় ।
যতদুর চোখ যায় শুধু দেখতে থাকি
একসময় নদীর বাঁকে ওরাও মিলিয়ে যায় ।