কয়েকদিন ধরেই পায়ের তলায়
                    মাটি কাঁপছে ।
কয়েকদিন ধরেই বাতাসে বারুদগন্ধ
                     ঘুরেছে ফিরছে ।
কয়েকদিন ধরেই মেঘেদের চরিত্র
                     বদলে যাচ্ছে ।
কয়েকদিন ধরেই পাহাড় চূড়ায়
                     জল্পনা চলছে ।
কয়েকদিন ধরেই মানুষের মুখগুলো
                     কঠিনতর  হচ্ছে ।


কাজ হারানো মানুষটা কুকুরের মতন
                  দৌড়ে চলেছে ।
হাসপাতাল ফিরিয়ে দেওয়া মানুষটা  
                  মৃত্যুতে ধুঁকছে ।
বুক দিয়ে হাঁটা সাপের চেরা জিভটা
                  সমানে লকলকাচ্ছে ।
খোলস বদল করে পবিত্র এক মানুষ
                  হতে চায়ছে ।


এবার না খেতে পাওয়া মানুষগুলো  
                  উঠে দাঁড়াচ্ছে
এবার ওদের চোখ থেকে চোখে
                  আগুন ঝলসাচ্ছে ।
ওরা জাত পাতের বিভেদ সমীকরণ
                  বুঝে ফেলেছে ।
তাই ওরা লড়ছে কাঁধে কাঁধে রেখে  
                 স্বপ্নের দিন আনতে ।