স্বপ্ন
যখন ভাঙে
তখন নিস্তব্ধে সুনামি ।
বিশ্বাস বৃক্ষ হয় উত্পাটিত।
একটা রাতেই উত্তাল সমদ্র হৃদয় ।
ধ্বংসস্তুপে হারায় মেসোপটেমিয়ার যত অভিজাত্য ।
জীবন্মৃত জীবনানন্দে শ্মশানের নিরবতা চৌদিকে বিরাজমান ।
আগুনের পরশমণির স্পর্শহীন অবস্থাতেই পুড়তে থাকে জীবন্তলাশ ।
উত্কট গন্ধে অনবরত উদ্গীরন, নয়ন মনিকোঠায় অপসারিত আলোকদ্যুতি ।
বুকের অভ্যন্তরে অযুত কীটরাশির দৌর্দন্ডপ্রতাপ,অফুরান যন্ত্রনায় নিরব আর্তনাদ।
কিংকর্তব্যবিমূঢ় অবস্থা থেকে উত্তরণের একটাই সড়ক,আবার স্বপ্ন দেখার হাতছানি।