স্বপ্ন আমার স্বপ্ন তোমার স্বপ্ন জগত জুড়ে
স্বপ্ন দিয়ে এ দেশটাকে রাখতে হবে মুড়ে ।
স্বপ্ন সত্যি স্বপ্ন মিথ্যে স্বপ্ন এগিয়ে চলার
সপ্নে পথ হারিয়ে ফেলি, স্বপ্নে পথ খুঁজি আবার।


স্বপ্ন আছে সবুজ পৃথিবী স্বপ্ন আকাশ নীল
স্বপ্ন আছে চাঁদ সূর্য স্বপ্ন তারা ঝিলমিল ।
স্বপ্ন নিত্য জাগে বুকে গরম ভাতের গন্ধ
কার বাঁকা চোখে স্বপ্নেরা কারাগারে আজ বন্ধ?


স্বপ্নে বন্ধু দুহাত বাড়াও, আজ স্বপ্নে সামিল হও
স্বপ্নেরা সব জ্বেলেছে আগুন তার উত্তাপ নিয়ে যাও।  
স্বপ্ন ভাঙতে চায় যারা, এসো মুখোমুখি রুখে দাঁড়াই
দুস্বপ্নের মেঘটাকে দেখতে চাইনা আর, তাইতো রুখে দাঁড়াই


সাগর ঢেউয়ে রুখে দাঁড়াই, পাহাড় গভীরে রুখে দাঁড়াই ।
বৃষ্টি হয়ে রুখে দাঁড়াই, স্বপ্ন-বীজ যে আবার বুনতে চাই ।



*** আজ যার কবিতা পাঠ করে আমার এই কবিতা তার উদ্দেশ্যে এই কবিতা উৎসর্গীকৃত । সঙ্কেতে নাম বলে দিয়েছি । ভাল থাকুন কবি । রক্তিম শুভেচ্ছা ।