বাড়ি থেকে বেড়িয়ে পড়লাম, ভাবলাম যা হবে দেখা যাবে।
চাবি দিয়ে সদর দরজা খুলে। রাত তখন অনেক গভীর হবে ।


পাড়ার মোড়ে যে পুলিশটা সারারাত ধরে পাহারাতে ক্লান্ত ছিল;
সুযোগ বুঝে সটকে গেলাম,যখন বিশাল একটা হাই সে দিচ্ছিল ।


বন্দীদশায় থেকে খেলার মাঠের জন্য মন কেমন কেমন করছিল;
সাত-সকালে অনেকে আসে, আজ কেন কেউ নেই মাঠ ধুধু করছিল।


মন খারাপের মন নিয়ে গেলাম ছুটে আমার প্রিয় খড়ী নদির কাছে;
মানুষ কোথা ও নেই, আমার প্রিয় তালের ডিঙ্গা উল্টে পরে আছে।


বুকের ভিতর একটা চাপা কান্না কেমন গুমরে গুমরে ফুঁসছিল ;
খোকা নেট খুলে বই পড়তে হবে- ঠিক তখনই মা জাগিয়ে দিল।