আমি নই গঙ্গাজলে ধোয়া তামা-তুলসিপাতা।
আনাচে কানাচে খুলেছি বেনামে কত খাতা।
আমায় কে আর ধরবে বলো, আমি কি যা'তা!
উঁহু সব্বাই জানে আমার কি পরিস্কার মাথা।


আতালে পাতালে চলি তালে তালে
ছন্দে ছন্দে বলি ঝালে ঝোলে অম্বলে।
যখনি যা ইচ্ছা হয় সবটাই তাই দিই বলে
আবাহন বিসর্জনে আমার মন মর্জি চলে।


সাদার আধারে থেকে ও কাল রঙ ভালবাসি
সবটা জানি সবজান্তা, তাইতো মুখে অমল হাসি।
জগত চিনেছে তাইতো খেতাব দিচ্ছে বিশ্ববাসী
তাই চিরদিন আমারি দিন, হবনাতো কাশীবাসী।