বাবারা বোধ হয় এমনি করেই সব পেয়েছির দেশ
দুঃখটাকে সরিয়ে রেখে হাসিমুখে থাকে বেশ।
পকেট থেকে বের করে আনে হাসি আনন্দ গুপ্তধন
কতটা কষ্ট বেচে দিয়ে কেনে, উৎসবের এক দিন ।


বাবারা জানে ঠিক কতটা ঘামের বৃষ্টি ঝরালে
নীলদিগন্ত জুড়ে ভরে থাকবে সোনা রঙের ফসলে।
শীত ঠেকাতে লাগবে কার কেমন রঙিন কাঁথা
কতটা ধকল পাঁজর নিলে বাবারা হয় মাথার ছাতা।


বাবারা শোনায় গল্পকথা তেপান্তরের রূপকথা
বলে মানুষের মত মানুষ হও, নিজের কথা চুপকথা।
সময়ে বিশেষে সাধের কলম ঘড়িও হারিয়ে যায়,
আঁধার মুখ সরিয়ে দিতে, আলো উপহার এনে দেয়।


প্রয়োজনে সে সান্টার মত সবটুকু দিয়ে ফুরিয়ে যায়;
সকাল বেলায় খুশির আলোয়, অন্তরে তারা বৃষ্টি ঝরায়।
নিজের পাওয়া সব যাতনা, সন্তান যেন আর পায়না।
বাবারা বোধ হয় এমনি হয়, তবু তাঁরা ইতিহাস হয়না।