নেই সেই বৃষ্টি মেয়ের দেখা
যে কিনা ঝড়ের সাথে বৃষ্টিতে ভিজিয়ে দিত।
যে কিনা শুকনো পাতা উড়িয়ে দিয়ে
মাটির তৃষ্ণা অকাতরে মিটিয়ে দিত।
কাজল চোখের কপট চাহনিতে
দেহজুড়ে রোমাঞ্চ জাগিয়ে দিত।
ধুপছায়ার আঁচল দিগন্তে ছড়িয়ে দিয়ে
স্নিগ্ধ শিতলতার পরশে প্রাণ জাগিয়ে দিত।
মাঝে মাঝে বজ্রনাদে চুপ করিয়ে দিত।
আর ফিসফিসিয়ে কানের কাছে বলতো
আমি দুয়ারে উপস্থিত।
বেল জুঁই বকুল সাড়া দিয়ে বলতো
আমারা সেই মেয়ের সাথে এসে গেছি।


সেই অসম্ভব অপ্সরা এখনো এলনাতো
আমি ও আমার প্রেম নিয়ে বসে আছি ।
নেই সেই বৃষ্টি মেয়ের দেখা
আমি সকল নিয়ে তাঁরই অপেক্ষাতে।