মা আমাকে তুমি ছেড়ে যেওনা
আমি ভয় পাচ্ছি একা থাকতে ।
আমার কাছে থাকো পাশে থাকো
তোমার বুক আকঁড়ে থাকতে চাই ।
ঘরের আলোগুলো জ্বেলে রাখো
যেকোনো মহুর্তে ওরা আসতে পারে
দরজায় চারটে পাঁচটা তালা দাও
ওরা দরজা ভেঙে ফেলতে পারে।
       ওরা শরীর খুঁড়ে খুঁড়ে
সারাজীবনের যন্ত্রনা দিয়েছে
    গরম লালসার শ্বাসে-প্রশাসে
মাগো নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে ।
দেখো, শরীর জুড়ে কত ফোস্কা ।
নরম হাত দিয়ে বুলিয়ে দাওনা ;
কাঁদছ ! কাঁদছ কেন মা !
তুমি কাঁদলে আমার কান্না আসে।


     কত মানুষের কত প্রশ্ন
একটার ও উত্তর আমার জানা নেই ।
অন্যায় করেছি চকলেটটের লোভে ;
আর কোনদিন তা খেতে চাইবনা ।
চকলেটে কি ছিল মা?  বিষ!
বিষে মানুষ মরে, আমার যে ঘুম পেল ;
তারপর জানিনা, এখন সারা শরীরে যন্ত্রনা।
দোষ করলে সবাইতো সাজা পায়
তাইতো ওরা আমাকে সাজা দিয়েছে...
  কিন্ত তুমি সারাক্ষন সাথে থাকো মা ।