শব্দ ভিড় করে আসছে...


একটা শব্দ হাত বাড়িয়ে বলে উদ্ধার করো
আমি এমনি শব্দ শিশিরের মতন ফুরোয় ।


সরিয়ে দিয়ে একটা শব্দ বলে এই যে আমি
ফুল ফোটায় শুনেছ সেই শব্দ বুকেতে রেখেছি ;


অভিমানী আমি গানে গানে ছবি শব্দ মূর্ছনা
অন্তর জুড়ে জমিয়ে রাখি যতন করে শব্দ ।


শব্দ হারায় শব্দ ফুরোয়
শব্দ ছড়িয়ে পাড়া ঘুমায় ।
শব্দ বুকে নদী জাগায়
শব্দ চকিতে ঘুম ভাঙ্গায় ।
শব্দ এসে তোমায় সাজায়
তিল তিল করে তিলোত্তমা'য় ।