আবার দেখা হয়ে যাবে চলার পথে
আবার কথা হবে হয়তো চলতে চলতে ।
      তখন ভুল হবেনা চিনে নিতে ।


শাওনের বৃষ্টিধারা তোমায় ছুঁয়ে যাবে
বুকের নদী সেই ধারাতে উথালপাথাল হবে ।
      তখন ও তুমি আমার মেঘবালিকা রবে ।


দুলিয়ে মাথা ডাকবে কাছে কাশের বন
মেঘ ছুটেছে পাগলপারা উদাস হবে মন।
      তখন তুমি দিগবধুয়া দেবে নিমন্ত্রণ ।


সবুজ ঘাসের ডগায় হিমের পরশ জাগে
পদ্মকুঁড়ি শীত বাতাসে ঘুমের নেশা জাগে ।
       তখন তুমি রাতপরী হাসো মিলন রাগে ।


কুহুর স্বরে দিকবিদিকে ছড়িয়ে গেছে খবর
নতুন পাতায় জাগছে প্রাণ রোদ্দুরেতে আবির ।
       তখন তুমি রঙ্গবতী ছড়িয়ে পলাশ দুপুর ।