আজ তোমার জন্য অপেক্ষা
''মধুরা" গানের স্কুলের কাছে।
ভেসে আসছে গান ''আমার ও পরান যাহা চায়''
তোমার গান শুনলেই মন হয়ে যায় আকাশের মেঘ
দিকদিগন্তরে ভেসে ভেসে বেড়ায়,
অন্য মেঘেরা ও আসে ছুঁয়ে ছুঁয়ে চলে যায়।
সে মেঘের দলে তুমি নেই। থাকবেও না কোনদিন।
জানি, তুমি আমার আকাশকুসুম দূর থেকেই ভালো।


আজ তোমার জন্মদিন
তোমার বাড়ির দরজায় রেখে এসেছি
একগোছা রক্তগোলাপ । চিরকুটে লেখা 'ভালো থেকো'
হয়তো আগ্রহ থাকবে কে দিল ফুল! এমন সাতসকালে !
উত্তর দেবার জন্য কেউ থাকবেনা।
হয়তো নিবেদিত ফুলের পাঁপড়ি ঝরে পড়বে পায়ে।
তুমি দলে চলে যেও মেয়ে আনমনে কাঙ্খিত উৎসবে।
জানি, তুমি আমার আকাশকুসুম দূর থেকেই ভালো।


আজ তুমি চলে যাবে
চন্দন আর রজনি মালার বন্ধনে।
চলে যাবে অনেকদুরে... সাতসাগর পেড়িয়ে ।
আমার নিমন্ত্রন নেই। তবু আমি যাবো রবাহুত হয়ে।
দেখব কেমন তোমায় লাগে; পরপুরুষের সাথে।
অবশ্যই যাবো পুড়তে যাব তোমার পরম উৎসবে।
হৃদয়টাকে রেখে যাব ঠাণ্ডা ফ্রিজের ভিতর।
জানি, তুমি আমার আকাশকুসুম দূর থেকেই ভালো।