এক আকাশ ইচ্ছেতে রয়ে গেছি ;
         তোমার কাছে যাব।
এপার থেকে নদীর ওপারে তোমায় দেখেছি।
তামাক পাতার জমি নদী ঘেঁষে সবুজ ঘুমে ;
         তোমায় ছুঁয়ে নেব।
দেখে কষ্ট হোল কাঁটাতার দিয়ে তোমায় ঘিরেছে ।
বৃথায় সে কাঁটাতার সরানো, কঠিন প্রহরা হিম চাহনি!
        তবু তোমায় পেতে চায় হৃদয়।
বন্ধুকে ছেড়ে দিয়ে আসার সময় ভেবে রেখেছিলাম।
একদিন সব বাঁধন ভাঙতে ভাঙতে ঠিক পৌঁছে যাব;
একদিন রাজপথে যেতে যেতে কে যেন বলে ওঠে -
ওই দূরে উজ্জ্বল আলোকরেখা, ও নাকি তোমারি সীমানা।
স্মৃতির ধুলো সরে গেল, ঘুমন্ত প্রেম আবার জেগে উঠলো ;


আর কেন? ভিতর থেকে যেন তুমিই বলে উঠলে-
আর কেন এবার এসো, তোমার জন্য এত আয়োজন।
তোমার জন্য সেই ধানসিঁড়ি, সেই জারুলের ছায়া,
তোমার জন্য শালুক হাস্নুহানা, দোয়েল বাবুই শ্যামা।
রেখেছি পদ্মার রুপালী ঝিলিক জগতজোড়া যার নাম ।
আছে খেজুর গাছের মিষ্টি রস যা তোমার ভীষণ পছন্দ ।
হৃদয়ের সব সখ্যতা নিংড়ে দিতে প্রস্তুত তোমার বন্ধুজন।