তোমার কথা বলতে গেলে বুকের ভিতর কাঁপন জাগে ।
তোমার কথা বলতে গেলে চোখের জলে বান ডাকে ।
তোমার কথা বলতে গেলে শিউলি সকাল রাত্রি হবে ।
তোমার কথা বলতে গেলে এই অকালে ঝড় ওঠে ।


তোমার জন্য একটা গান মনের মতন কন্ঠ খুঁজবে,
তোমার জন্য একটা সকাল রাতের মতন পথ হারাবে ।
তোমার জন্য একটা দুপুর এদিক ওদিক ডানা ঝাপটাবে ;
তোমার জন্য একটা স্বপ্ন শূন্য খাঁচায় ঘুমিয়ে পড়বে ।


তুমি এখন করছ কি ? এমন একটা সোনার সকালে ;
আমাদের কথা ভাবছ কি ? মিলেছি যখন সবাই মিলে ;
এখনও কি ফুল কুড়াও ? মন বাগানে ঘুম চোখে ?
এখনও কি ঘুম পাড়াও ? যখন ঘুম আসেনা এই দুচোখে

তোমার কথা অন্তরে থাক, কাকে বলব কে শুনবে ?
তোমার কথা নীল আকাশের পাখির ডানায় স্বপ্নে ছোঁবে ।
তোমার কথা ধানের শিষে শিশির হয়ে মুক্তি পাবে ।
তোমার কথা অসুখ মুখে সুখের খবর এনে দেবে ।



আজকের কবিতা কবি সুমিত্র দত্ত রায়ের নামে উত্সর্গ করলাম ।