নিরবতা অনেক কথা বলে যায়
সবুজপাতা হলদে হয়ে ঝরায় নিরবতা
নদীর হারিয়ে যাওয়া স্রোতে যে নিরবতা
আলো ফুরিয়ে বিকেলে যে নিরবতা বিরাজমান।
আমার তাকে কান্না মনে হয়।


নিরবতা নীরবে যে কথা বলে যায়।
যে অধিকার থেকে তুমি বঞ্চিত বিশ্লেষণ কর।
যে খেলায় লক্ষ্মীর ঝাঁপিতে প্যাঁচাদের দখলদারি
একমাত্র তুমিই সেই মহাভারতের যুবযোদ্ধা অভিমন্যু।
তোমার সে চিৎকার নিশ্চিত প্রতিবাদ।


নিরবতা ভেঙে যখন কেউ বলতে শিখে যায়।
তখন তাঁকে কোন আমলাতন্ত্র থামাতে পারেনা ।
একনাগাড়ে সে বলে যেতে পারে আসুমদ্রহিমাচল।
তখন তাঁর জিভে অধিষ্ঠান করে স্বয়ং দেবী সরস্বতী।
সেই তখন সত্যের অধিকারিণী তন্নিষ্ঠা।


কিছু নিরবতায় আবেগ লুকিয়ে থাকে।
নীরব উপস্থিতি বার বার জানতে চায় কেমন আছো?
নীরব অদর্শন মনে করিয়ে দেয় হয়তো তুমি ভালো নেই।
কিছু নিরবতা ভুল সংশোধন করে সবুজ রাস্তায় দাঁড় করায়।
নিরবতা সেখানেই প্রেমের সাক্ষী হয়।