অবসাদ ঘিরে থাকা গহন কুয়াশা
লাশকাটা ঘরে উদ্ভ্রান্ত একটা সময়।
প্রতিমুহূর্তে পৃথিবী ছাড়ার পরিকল্পনা
যাপিত জীবনের মাধুর্য ফুরিয়ে যায়।


অপূর্ব দীপক রাগে তান ধরেছে কবি
কে কোথায় ঘুমিয়ে জাগো একবার।
সীমান্ত শেষে কি তাই বলতে চায়
হয়তো আলোর দেশের খবর।


ফুল ফুটিয়ে উদ্ভিদ মরে গেল
আলো দিয়ে জোনাকি শেষ হলো।
কেউ অবাঞ্ছিত নয় তবুও অবহেলা
জনগণের আশা ফুঁৎকারে উড়ে গেল