এসব হোল ভণ্ডামি বেড়াল হয়েছে তপস্বী
মাছ মাংস খেয়ে হয়েছেন সাধু সন্যাসী।
দেশ যদি যায় যাক মিডিয়া থাকুক আমায় ঘিরে
নিরপত্তায় থাকি যাই একটু বিদেশ ঘুরে আসি।
যতক্ষণ বাঁচি দিব্যি আছি
হাসি আর খুশি ব্যথা বেদনা।
সবটায় থাকে সুখে অসুখে
ওপারে চলে গেলে কেঁদোনা।
জন্মে যাওয়া মাত্র মরন নিশ্চিত
কাজ করে যাওয়া নিত্য এ বাস্তব সত্য।
আমিও ঠিক এগিয়ে যাই নদীর মতন
জানি পাব মোহানা এটাই জীবনের শর্ত।