আদিগন্ত লোভ লালসায় মানুষ অসুর হয়ে উঠছে
দিনে দিনে।এটা সত্য অসুরেরা আগমনীতে বধিত
যুগে যুগে। পাথরদিনে যেমন আগুন জ্বেলেছিল
ঘসে ঘসে। তেমনি প্রতিবাদী চিৎকারে তোলপাড়
প্রাণে প্রাণে।
লোভের লালা ছুঁয়ে দেওয়া মাত্র অরণ্য পুড়েছে
হা হা হাসিতে। আর অস্তিত্ব নেই রামধীরা নদী
কোন মানচিত্রে। সাধের দোতলা বাসের ঠাই
স্মৃতির পাতাতে। কলকাতা আর কলকাতাতে নেই
ট্রামের কান্নাতে।
চলমান আইনে বিচার সাদাচুল কালো কোটে অন্ধ
টাকার মান্যতায়। সুবিচার দীর্ঘসুত্রিতায় ভিজতে থাকে
প্রমাণ লোপাটে। কার কাছে চাই বিচার যার দুটোহাত
রক্তে ভেজা হায়। তবে দিন ঘুরবেই ঘুরবে রাত দখলে
সেদিন আসবেই।