১)
আজ অঙ্গন মাঝে শব্দ-মাধুরী
        কি যেন যায় বলে বলে ?
আদি অনন্ত যায় বয়ে যায়
        শব্দনদীর ঢেউ তুলে তুলে ।
২)
মানুষগুলো ভীষনভাবে আজ হচ্ছে কেনা বেচা
   মহাজন দর হাঁকছে বাজার এখন খোলা ।
প্রাণ বাঁচানো দায় হয়েছে জনতা জনার্দনের  
   চুলকে মাথা ভিরমি খেয়ে মরে পাগলভোলা ।
৩)
ছন্দে বর্ণে মিলে মিশে একাকার
মন-মায়াতে বাঁধা পরেছে জীবন ।
শ্রাবন জুড়ে শুধু বারী বরিষণ
ফাগুন আগুনে মনের মিলন ।